কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৩:৩১ পিএম
কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সেচের তেল কিনার টাকা চেয়ে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটেছ। ঘটনার পর ঘাতক ছেলে য়োবায়ের (২০) পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তনের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত বজলুর রহমান (৬৫) উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডল ভোগ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।  জানা যায়, জমিতে পানি সেচের জন্য সেলু মেশিনের তেল কিনতে বজলুর রহমান (৬৫) তার ছেলে অটো রিকশা চালক যোবায়ের এর নিকট টাকা চায়। জোবায়ের টাকা দিতে না চাইলে ছেলের সাথে কথা কাটাকাটি করে ছেলের মোবাইল ফোন ছিনিয়ে নেন বাবা। এ নিয়ে ছেলের সাথে বাবার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে যোবায়ের ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করলে বজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কটিয়াদী মডেল থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে