সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস (স্মার্টফোন) ব্যবহারের অভিযোগে আটক নারী লুনা আক্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সুমন আইচ জানিয়েছেন, অভিযুক্ত লুনা আক্তারের (৩১) বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে সোর্পদ করা হয়। পরবর্তীতে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন। তিনি আরও জানিয়েছেন, এরপূর্বে ৯ জানুয়ারি বিকেল চারটার দিকে বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় লুনার সন্দেহভাজন গতিবিধি দেখে নারী পুলিশ সদস্য দিয়ে শরীর তল্লাশী করে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে (লুনা) আটক করা হয়েছে। তিনি বরিশাল মহানগরীর সিঅ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা বাবুল আকতারের মেয়ে।