চাঁদপুরে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৩:৫২ পিএম
চাঁদপুরে  ৪টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪টি চোরাই মোটরসাইকেলসহ ০১  জন চোরকে আটক করা হয়েছে।  ১০/০১/২০২৬ খ্রিঃ তারিখ রাত ১২ টার সময় মোহাম্মদ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/ মোহাম্মদ নূরুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ জনৈক টুটন ঘোষ এর ব্যবহৃত টিভিএস ১১০ সিসি একটি মোটরসাইকেল চুরির ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় চাদঁপুর সদর এলাকায় অভিযান পরিচালনা করে সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মোঃ সুমন (৩৯), পিতামৃত: আলী হোসেন, সাং চরপাগলা ফরাজি বাড়ী, থানা: রায়পুর, জেলা: লক্ষীপুর বর্তমান-ঘোড়ামারা, আশ্রয়ন প্রকল্প, থানা: চাঁদপুর সদর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর হেফাজত হতে ০৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে