বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু পরীক্ষার ফল নয়-মানবিকতা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যম। জাতীয় শিক্ষা সপ্তাহের কর্মসূচিগুলো শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।