আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির ডাঃ লিটন

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৩ পিএম
আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির ডাঃ লিটন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে পারবেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহাবুবুর রহমান লিটন। জেলা রিটার্নিং কর্মকর্তা ময়মনসিংহের কাছে যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করে ছিলেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ৩ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন। যার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহাবুবুর রহমান লিটন। বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহাবুবুর রহমান লিটন আপিল নিষ্পত্তির পর আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে র্দীদিন পর জনগণ তাদের ভোটধিকার প্রয়োগের মাধ্যমে গ্রহণযোগ্য প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে