যুব সমাজই এদেশকে গড়তে পারে: ড. ফরিদুজ্জামান

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৭ পিএম
যুব সমাজই এদেশকে গড়তে পারে: ড. ফরিদুজ্জামান

"যুব সমাজই এদেশকে গড়তে পারে, যুবকরাই এদেশকে রক্ষা করতে পারে" খলিসাখালী স্পোটিং ক্লাব একদিন জাতীয় দলে খেলবে। উপরোক্ত কথাগুলি বললেন নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী ডঃ ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার বিকালে লোহাগড়া পৌর এলাকার লক্ষীপাশা মোল্লার মাঠে খলিসাখালী স্পোটিং ক্লাবের ফুটবল খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়কালে  তিনি উপরোক্ত কথাগুলি বলেন। এসময় নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোসা মোল্লা, খলিসাখালী স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ হাসান, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী আল মামুন সহ দলীয় নেতাকর্মী,  সমর্থকরা উপস্থিত ছিলেন। ডঃ ফরিদুজ্জামান সবসময় খেলোয়াড়দের পাশে থাকবেন বলে জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে