মিুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ৫৪-তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপি ্ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে আজ রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আ: মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান, ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল হোসেন মিঞা,রাজদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক ইয়াছিন। আ্যথলেটিকসে উপজেলার ৩৯ টি প্রতিষ্ঠানের ২ শতাধিক ক্রীড়াবিদ অংশ নেয়। দলীয় ইভেন্টে ক্রিকেট ( বালক ) রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন,সিরাজদিখান উচ্চ বিদ্যালয় রানার্স আপ,ভলিবল(বালক) রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, সিরাপজদিখান উচ্চ বিদ্যালয় রাণার্স আপ ক্রিকেট(বালিকা) মালখানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় রাণার্স আপ ভলিবল বালিকা শেখর নগন বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুসুমপুর উচ্চ বিদ্যালয় রাণার্সআপ ) ব্যাডমিন্টন (বালিকা) সিরাজদিখান উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুসুমপুর উচ্চ বিদ্যালয় রাণার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৯ টি প্রতিষ্ঠানে ও প্রধান ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিরেন।