ফুলবাড়ীতে মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:৪১ পিএম
ফুলবাড়ীতে মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতেও পালন হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ফুলবাড়ী উপজেলা শাখা গ্রহণ করে এক কর্মসূচী। কর্মসূচীতে ছিল বিকেল ৪ টায় শহীদ লুৎফর রহমান সরণির (থানা রোড) ফুলবাড়ী উপজেলা শাখা অফিসে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান। এর তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম রানা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ফুলবাড়ী উপজেলা শাখার নির্বাহী সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক মোহাম্মদ আলী প্রমূখ। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী শাহিনুর ইসলাম, লুৎফর রহমান ও স্থানীয় ব্যক্তিবর্গ।