নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতের দুই বোতল মদসহ এক চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির নিতপুর বিওপির টহল সদস্যরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিতপুর দিয়রাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নসিব(২৩) নামে ঐ চোরাকারবারী নিতপুর বাঙ্গালপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর শফিকুর রহমান জানান, নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল নিতপুর দিয়াড়াপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় মদসহ ওই চোরাকারবারীকে আটক করেন। পরে পোরশা থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ রাতেই তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে । তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হবে।