মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিবা-রাত্রি সিক্সে এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উদয়ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ও শাপলা কুঁড়ি ক্রীড়া চক্রের সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার মালখানগর ষোলআনি মাঠে শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় খেলার সমাপ্তি ঘটে। কাঁঠালতলি ইয়াং স্টারকে ৮ রানে হারিয়ে আশরাফুল টেলিকম প্রবাসী চ্যাম্পিয়ন হয়। এ সময় চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও রেফ্রিজারেশন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং রানার্সআপদের হাতে ট্রফি ও ৩২" স্মার্ট টিভি তুলে দেন বিশেষ অতিথিবৃন্দ। রাত আটটায় খেলার উদ্বোধন করেন লন্ডন প্রবাসী ও ফ্রেন্ডস এসোসিয়েশনের সাবেক সভাপতি তোফায়েল হোসেন মৃধা। শাপলা কুড়ি ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন প্রবাসী ফ্রেন্ডস এসোসিয়েশন অফ মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেল। এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ জামান, সমাজসেবক আল ইসলাম ভাসান, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, কবীর হোসেন, কৃষ্ণ চন্দ্র গোস্বামী, কার্তিক চন্দ্র দাস, শাহিন মাঝি, সঞ্জিত কুমার, আমির হোসেন সাংবাদিক আলী আহমেদ চৌধুরী, সাংবাদিক আরেফিন ফয়সাল। এছাড়া টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক কমিটির আহবায়ক মোঃ হুজাইফা, সদস্য সচিব আলিফ আলম লিয়ন, শান্ত চক্রবর্তী, আনন্দ ইসলাম ফাহিম, ইয়াসিফ আলম, মন্টি ভাওয়াল, লিমন, মাহিম, অভি, ফয়সাল, শান্ত, শ্যামল, শুভ, রুপম প্রমুখ।