নীলফামারীর সৈয়দপুরে সমাজের অসহায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি এ উপলক্ষে নিয়ামতপুর সরকার পাড়ায় আয়োজন ছিল শীতবস্ত্র বিতরণি অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ি,সমাজসেবক ও ওয়ার্ড বিএনপি নেতা আলাউদ্দিন সরকার। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দিলবর হোসেন দিলু,কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ন সম্পাদক ও সমাজসেবক মোঃ ইয়াসিন আলী সরকার, আব্দুল হামিদ সরকার, সোহেল হোসেনসহ অনেকে। এ সময় সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকার অসহায় ও ছিন্নমুল শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।