বাগেরহাটের মোল্লাহাটে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কার্যক্রমের আওতায় শীতার্ত ও অসহায় ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি সোমবার সকাল ১১টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্র, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক কার্যক্রমে যুক্ত হয়ে সমাজের প্রতি তাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য অনেকটাই স্বস্তি বয়ে আনবে।” তিনি আরও বলেন, “সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে এবং অসহায় মানুষ উপকৃত হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো: নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিৎ কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কে. এম. মহিউদ্দিন আবীর এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো: সামিউল ইসলাম জনি।