বাবুগঞ্জ উপজেলার বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আঃ সালাম মাঝি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক মাদ্রাসাটির ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে মাদ্রাসার সুপার মাওলানা আঃ হাকিম-কে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন-দাতা সদস্য অছিউর রহমান ত্বহা, সাধারণ সদস্য মো. কামাল হোসেন, মো. খলিলুর রহমান, মো. আবুল কবিরাজ, মো. সাখাওয়াত হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আফরোজা, সাধারণ শিক্ষক সদস্য মো. সোহেল হাওলাদার ও মো. নজরুল ইসলাম, এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোসা. খালিদা খানম। বোর্ড সূত্রে জানা যায়, ২০০৯ সালের মাদ্রাসা প্রবিধানমালা অনুযায়ী এই পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহলের প্রত্যাশা, নতুন এই কমিটির দক্ষ নেতৃত্বে বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে আরও সুশৃঙ্খল, গতিশীল ও উন্নয়নমুখী কার্যক্রমের দিকে এগিয়ে যাবে।