মেলান্দহে ডিসির মতবিনিময়

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:৩০ পিএম
মেলান্দহে ডিসির মতবিনিময়

জামালপুরের মেলান্দহে নবাগত ডিসি ইউসুপ আলীর মতবিনিনময় সভা ১২ জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ইউএনও জান্নাতুল আরা এতে সভাপতিত্ব করেন। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন-উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুকুমার রায়, স্বাস্থ্য ও প.প.  কর্মকর্তা ডা. আহসান হাবিব, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হামিদুল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ (এনটিভি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আখি আক্তার প্রমুখ। সভায় আসন্ন নির্বাচনে মেলান্দহের সার্বিক পরিস্থিতি সুন্দর, স্বচ্ছ এবং স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে