আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচন, গণভোট ও গণতন্ত্র শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগমারা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন প্রক্রিয়ায় নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। এ ক্ষেত্রে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনগত দিক, দায়িত্ব ও করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ওসি সাইদুল আলম, নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান,উপজেলা প্রকল্পের কর্মকর্তা তরিকুল ইসলাম, আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অধ্যক্ষ ড. জিয়াউল আলম, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেশ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,বাঘমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, প্রথম আলোর বাগমারা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মামুন, ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।