হাজীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৪:১১ পিএম
হাজীগঞ্জে  মোবাইল কোর্ট অভিযান

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএসটিআই,কুমিল্লা এর মোবাইল কোর্ট অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে  ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার( ১২ জানুয়ারি ২০২৬) তারিখে হাজিগঞ্জ প্রশাসন এবং  বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়  একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যাতীত বিস্কুট, পাউরুটি, কেক পণ্য বিক্রয় বিতরণের অপরাধে - ১. মিনহাজ ফুডস প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ টাকা এবং ইউনিক লাইভ বেকারি,হাজীগঞ্জ, চাঁদপুর প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  তানজিনা জাহান,সহকারী কমিশান (ভূমি), হাজীগঞ্জ,  চাঁদপুর এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম শাকিল, মো. শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি), মো. রাজিব ফকির  (ফিল্ড অফিসার), সিএম। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে