মাধবপুরে বেগম খালেদা জিয়ার স্বরণে দোয়া

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৪:২০ পিএম
মাধবপুরে বেগম খালেদা জিয়ার স্বরণে দোয়া

বাংলাদেশের ১ম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে হবিগঞ্জের মাধবপুরে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে কমান্ডার মোঃ ইদ্রিস আলী দুলা মিয়ার সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রফিক চৌধুরী, সদস্য সজিব হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান, সদস্য আবুল হোসেন, কাজী গোলাম মোস্তফা, সিদ্দিক আলী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ। বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ঝারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজামান উসমান, ছায়েদুর রহমান প্রমুখ। পরে বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে