মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে চোরের মৃত্যু

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৪ পিএম
মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে চোরের মৃত্যু

নওগাঁর মান্দায় সেচপাম্পের ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। উপজেলার কশব ইউনিয়নের খাজুরিপাড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহিনুর ইসলাম মণ্ডল (৪০)। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের আবুল হোসেন মণ্ডলের ছেলে। আজ সোমবার (১২ জানুয়ারি) তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  সেচপাম্পের মালিক রহিদুল ইসলাম শাহ বলেন, ‘খেজুরিপাড়া গ্রামের মাঠে আমার একটি সেচপাম্প আছে। সোমবার সকালে জানতে পারি সেচপাম্পের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফর্মার নিচে নামানো এবং পাশে একটি লাশ পড়ে রয়েছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।’ বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা বলেন, ‘আঙুলের ছাপ নিয়ে মৃত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ট্রান্সফর্মার চোরচক্রের সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় মান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে