কুড়িগ্রামের রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মন তার নিজ বাসভবন চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ গ্রামে সোমবার (১২জানুয়ারী) রাত সোয়া দশটার দিকে পরলোক গমন করেন। দীর্ঘদিন ধরে তিনি এজমা, ডায়েবেটিসসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হযেছিল (৭২)বছর। তিনি স্ত্রী, ২কন্যা, ৪ছেলে, নাতি-নাতিনী, সহযোদ্ধা-বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম স্ত্রী অনেক আগে পরলোকগমন করেছেন। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজারহাট উপজেলা শাখার সাবেক কমান্ডার ও ৭১এ রণাঙ্গনের ৬ নম্বর সাব-সেক্টর কমান্ডার ছিলেন। এছাড়া তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তাকে রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার(১৩জানুয়ারী) বিকালে পারিবারিক শ্বশানে তার শেষ কৃত অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের মৃত্যুতে রাজারাহট উপজেলার নির্বাহী অফিসার মো. আল ইমারান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীসহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলা সন্তান কমান্ড, প্রেসক্লাব রাজারহাট'র সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ উপজেলার সকল সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।