রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, অনুমোদনহীনভাবে ফসলি জমিতে পুকুর খননের উদ্দেশ্যে উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে নেওয়া হচ্ছিল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি।
পরিবহনের সুযোগ না থাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি থেকে টপসয়েল কেটে নেওয়ার ফলে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে যায়, যার কারণে পরবর্তী সময়ে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হন। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। এছাড়া কৃষিজমিতে অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে আশপাশের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেচব্যবস্থা ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে জমি চাষের অনুপযোগী হয়ে পড়ে—যার দায়ভার শেষ পর্যন্ত কৃষকদেরই বহন করতে হয়।
উল্লেখ্য, একই স্থানে কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। সে সময় পাঁচজন অপরাধীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।
তিনি জানান, কৃষিজমি রক্ষা ও কৃষকের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।