সোনারগাঁয়ে অধ্যাপক রেজাউল করিমের প্রার্থীতা বহাল

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) :
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ পিএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ পিএম
সোনারগাঁয়ে অধ্যাপক রেজাউল করিমের প্রার্থীতা বহাল

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের প্রার্থীতা বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার আপিল শুনানীর মাধ্যমে প্রার্থীতা ফিরে পান তিনি। এর আগে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় মনোনয়ন ফরমে ত্রুটি থাকার কারনে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার তার মনোনয়নপত্র বাতিল করেন। বিএনপির ক্লিন ইমেজের নেতা অধ্যাপক মোঃ রেজাউল করিম দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন । বাছাই পর্বে আয়কর সংক্রান্ত তথ্য পরিপূর্ণ না থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল হয়ে যায়। পরে তিনি প্রার্থীতা ফিরে পেতে নির্বাচনী রীতিতে নির্বাচন কমিশনারের কর্যালয়ে আপিল করেন। অধ্যাপক রেজাউল করিম প্রার্থীতা ফিরে পাওয়ায় তার সমর্থকদের মধ্যে স্বস্থি ফিরে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে