নির্বাচনে দায়িত্বে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনী, বিশৃঙ্খলার সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০২:০৩ পিএম
নির্বাচনে দায়িত্বে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনী, বিশৃঙ্খলার সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি জানিয়েছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর আট লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য ৬১টি জেলায় নির্বাচনী দায়িত্বে থাকবেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের মোকাবিলায় পর্যাপ্ত ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সবাই সহযোগিতা করলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুপরিকল্পিত ও সমন্বিতভাবে প্রস্তুতি নিয়েছেন। বিজিবি সদস্যদের ভূমিকা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিজিবির সদস্যদের প্রতি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ থেকে সবাইকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে, যেন নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবিত না হয়।

এদিন বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি নবীনদের উদ্দেশে বলেন, জীবন দিয়ে হলেও দেশের একইঞ্চি মাটি রক্ষা করতে হবে। শৃঙ্খলাই সৈনিক জীবনের অলংকার, আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক।

বক্তব্যে বিজিবির দীর্ঘ ঐতিহ্যের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ২৩০ বছরের ঐতিহ্যবাহী এই বাহিনী আজ একটি সুসংগঠিত, চৌকষ ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের চার হাজার চার শত সাতাশ কিলোমিটার সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক রোধ, মানবপাচার দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বিজিবি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে ট্রিক ড্রিল ও ব্যান্ড ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে