বেগম খালেদা জিয়ার স্মরণে সরাইল বিএনপি’র শোকসভা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:১৫ পিএম
বেগম খালেদা জিয়ার স্মরণে সরাইল বিএনপি’র শোকসভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিএনপি’র শোকসভা আর দোয়ার মাহফিল চলছে। পূর্ব ঘোষিত সময় সূচি অনুযায়ী ইতোমধ্যে উপজেলার ৪টি স্থানে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মীরা ওই সভায় অংশ গ্রহণ করেছেন। সভায় নিয়মিত  উপস্থিত থাকছেন বিএনপি জোটের এমপি পদ প্রার্থী মাওলানা জুনাঈদ আল হাবিব। পর্যায়ক্রমে ৯টি ইউনিয়নেই অনুষ্ঠিত হবে শোকসভা।  দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সরাইল উপজেলা বিএনপি’র সিদ্ধান্ত অনুযায়ী ৯টি ইউনিয়নেই দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে কালীকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে, বিকেলে নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সন্ধ্যায় সরাইল সদরের ৩ নম্বর ওয়ার্ড উচালিয়া পাড়ায় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত সোমবার সরাইল সদরের কেন্দ্রীয় মিনার চত্বরে জিয়া পরিষদের উদ্যোগে শোকসভা হয়েছে। এসব সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। সদর ইউপি কমিটির সম্পাদক মো. জাকারিয়া মিয়ার সঞ্চালনায় বক্তব্য রেখেছেন- প্রধান অতিথি বিএনপি দলীয় জোটের প্রার্থী জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনাঈদ আল হাবিব, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন, মাওলানা মেরাজুল হক কাসেমী, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদরসহ অন্যান্য ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা প্রয়াত দেশনেত্রী বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সফলতা, দেশ ও জনগণের জন্য ভালোবাসা, ত্যাগ তিতিক্ষা, কারাবরণ, নির্যাতন, নিপীড়ন ও বঞ্চনার ব্যাখ্যা দিয়ে উনার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া দলীয় তথা তারূণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তকে যথাযথ ভাবে সম্মান দেখিয়ে বিএনপি দলীয় জোটের স্থানীয় প্রার্থী মাওলানা জুনাঈদ আল হাবিবের খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাচ্ছেন। সকলকে মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়। এবার এই আসনে খেজুরগাছকেই ধানের শীষ মনে করতে হবে। এই খেজুরগাছই আমাদের সকলের নেতা আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতীক। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে খেজুরগাছ প্রতীকে ভোট দেন। খেজুরগাছ প্রতীককে বিপুল ভোটে জয়লাভ করাতে সকলে মাঠে কাজ করূন। সভায় সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেত্রী স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার রূমিন ফারহানার দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপিকে মোনাফেকের দল বলার মত দৃষ্টতা আপনি দেখাতে পারেন না। আমরাও কিন্তু অনেক কিছু বলতে পারি। বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর বলেন, দলীয় সিদ্ধান্তে সরাইল বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। ৯টির মধ্যে আরো ৬টি ইউনিয়নে দ্রূততম সময়ের মধ্যেই আমরা দলের সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম জিয়ার স্বরণে শোকসভা ও দোয়ার মাহফিল সম্পন্ন করব। আমাদের জোটের প্রার্থীর পক্ষে সকলেই মাঠে ময়দানে কাজ শুরূ করেছেন। ইনশাল্লাহ আমাদের খেজুরগাছকে জয়ী করেই ঘরে ফিরব।