বুধবার (১৪ জানুয়ারি) যশোরের ঝিকরগাছা বদর উদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএম হাই স্কুলের হলরুমে আয়োজিত এই সমাবেশের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুস সামাদ। সমাবেশে আগত অভিভাবকবৃন্দ অভিযোগ করে বলেন- স্কুলের ২/৩ জন শিক্ষক শিক্ষার্থীদের কে নানাভাবে হয়রানি করছেন। টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করছেন এবং টাকার বিনিময়ে রেজাল্ট ভালো করে দিচ্ছেন। নির্দিষ্ট কয়েকজন শিক্ষকের নিকট প্রাইভেট না পড়লে তাদেরকে প্রাপ্ত নম্বর কমিয়ে দিচ্ছেন। অভিভাবক বৃন্দ এ সকল অপকর্মের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। এ সকল অনিয়মের বিরুদ্ধে ১৩ সদস্যের অভিভাবক ফোরাম গঠন করা হয়েছে। অনুষ্ঠানে অভিভাবক সদস্যদের মধ্যে - মর্তুজা এলাহী টিপু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীন, অধ্যাপক সাইফুল্লাহ, হারুনর রশীদ, দুলাল দেবনাথ, মুকুল, সাকী, তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।