কমিউনিটি ক্লিনিক থেকে ছাত্রলীগ সভাপতি আটক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ পিএম
কমিউনিটি ক্লিনিক থেকে ছাত্রলীগ সভাপতি আটক

সরকারি দায়িত্ব পালনকালে বরিশালের গৌরনদীতে হিরন হোসেন হিরা (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।  বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার হোসনাবাদ কমিউনিটি ক্লিনিক থেকে তাকে আটক করেছে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃত হিরা সরিকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও হোসনাবাদ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হিসেবে কর্মরত। আটককৃতর স্বজনরা জানিয়েছেন-বুধবার কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপালন করছিলেন হিরা। এ সময় পুলিশ তাকে আটক করে। তারা আরও জানিয়েছেন-হিরার বিরুদ্ধে কোন মামলা নেই। সে বিগতদিনে কারো সাথে কোন অন্যায় করেনি।  গত ৬ জানুয়ারি তার বাবা মারা গেছেন। তার পরিবারের সদস্যরা এখনো শোক কাটিয়ে উঠতে না পারলেও পুলিশ মামলা ছাড়াই তাকে আটক করেছে। সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল মামুন জানিয়েছেন-কমিউনিটি ক্লিনিক থেকে নয়; তাকে রাস্তা থেকে আটক করে থানায় প্রেরণ করা হয়েছে।  তিনি আরও জানিয়েছেন-তার বিরুদ্ধে কোন মামলা নেই। তবে ডেভিড হান্টের অভিযানে তাকে আটক করা হয়েছে।  মামলা ছাড়াই কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনের সময় আটকের বিষয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে কোন বক্তব্য দিতে রাজি হননি

আপনার জেলার সংবাদ পড়তে