ভূঞাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০৪ পিএম
ভূঞাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শালদাইর এলাকায় ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শতাধীক সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির কর্ণধার অধ্যাপক ডা. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গোবিন্দাসি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান শাহীন প্রমুখ।মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় ৪ জন অভিজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেন।  স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের দাবি জানান। আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে