ধর্মীয় মূল্যবোধে অবিচল খালেদা জিয়া-এস.এম. ফয়সল

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০৫ পিএম
ধর্মীয় মূল্যবোধে অবিচল খালেদা জিয়া-এস.এম. ফয়সল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং আলেম-ওলামাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন ধর্মপ্রাণ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক, যিনি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান করতেন। বুধবার বিকেলে  মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়ার শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শোকসভায় স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা ও এতিমখানার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি আলেমসমাজকে সবসময় সম্মান করতেন এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু বাধা, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন, তবুও দেশ ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি। ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ ও গণতন্ত্র-এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন বলেই এ দেশের সাধারণ মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্ব ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা নুরুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া আলেমসমাজের প্রতি যে সম্মান দেখিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি ধর্মীয় মূল্যবোধকে কখনো অবহেলা করেননি। আলেমদের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছেন। শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা