রাষ্ট্র সংস্কারের জন্য হ্যাঁ ভোট অর্থাৎ গণভোট কি তা জানেনা কুড়িগ্রামের বিভিন্ন স্থানের মতো ফুলবাড়ী উপজেলার অধিকাংশ মানুষ। ক্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের সময় ঘনিয়ে আসলেও এখানে গণভোটের প্রচার প্রচারণায় ভাটা দেখা যাচ্ছে। এখানে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল কিংবা জিও, এনজিওদের মধ্যে গণভোট কেন্দ্রিক কোনো প্রচার প্রচারণা লক্ষ করা যাচ্ছেনা। গণভোট সংক্রান্ত মসজিদ ভিত্তিক কোনো প্রচার প্রচারণার উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় ইসলামীক ফাউন্ডেশন। গণভোট সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসন বা নির্বাচন অফিসারের পক্ষ থেকে কোনো প্রকার মতবিনিময় সভা এখনো হয়নি এখানে। শুধুমাত্র কিছু কিছু হাট-বাজারে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হলেও তা তেমন সাড়া ফেলছেনা। সব মিলে ফুলবাড়ী উপজেলায় গণভোট সম্পর্কে সচেতনতামূলক প্রচার প্রচারণায় প্রায় বন্ধ রয়েছে। নির্বাচন অতি নিকটে আসলেও গণভোটের প্রচার প্রচারণা ভাটা পড়ে থাকায় রাষ্ট্র সংস্কারের জন্য হ্যাঁ ভোট অর্থাৎ গণভোটের লক্ষ্য এ জনপদে ম্লান হবে বলে সচেতন মহলের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়েফুল ইসলাম জানান, গণভোট সংক্রান্ত প্রচার প্রচারণা শুরু করা হবে। ইতোমধ্যে তার কাছে প্রচার প্রচারণার পোস্টার লিফলেট চলে এসেছে। এসব নিয়ে তারা জনবহুল এলাকায় প্রচার প্রচারণায় মাঠে নামবেন বলে জানান।