কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীতবস্ত্র পেয়েছে শতাধিক শীতার্ত মানুষ। বৃহস্পতিবার বিকেল ৩ টায় পৌরসভার সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার হোসেন মন্ডল। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক ব্যাবস্থাপক এরশাদুল হক, প্রভাষক আসাদুজ্জামান, প্রভাষক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলী, সংগঠনটির সাধারন সম্পাদক ও নির্বাহী পরিচালক কীর্ত্তিকা চরন সেন, সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়, নুর উয জামান, লতিফুর রহমান লিঙ্কন প্রমুখ।