আশাশুনি কলেজের অবঃ কর্মচারীর অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ পিএম
আশাশুনি কলেজের অবঃ কর্মচারীর অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন

আশাশুনি সরকারি কলেজের অবসর প্রাপ্ত কর্মচারী হরেন্দ্র নাথ মন্ডল (৬৫) এর অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সদরের কোদন্ডা শ্মশানে তার অন্তেষ্টি ক্রিয়া অনুষ্ঠিত হয়। কোদন্ডা গ্রামের মৃত শিশুবর মন্ডলের ছেলে আশাশুনি সরকারি কলেজের অবঃ কর্মচারী (ইনডেক্স নং ৮৩১০৯০) বার্ধক্যজনিত কারনে বুধবার সন্ধ্যা ৮ টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।


আপনার জেলার সংবাদ পড়তে