পাবনা-১ ও ২ আসনে সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পর নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন তফসিলের এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হচ্ছে রোববার ১৮ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি এবং নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এই দুই আসন থেকে আগেও যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে ইসি।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে।