জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার কমিটি ঘোষণা

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৫২ পিএম
জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা মোঃ জুবায়ের আহমদকে আহ্বায়ক এবং কাওসার গাজীকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। বুধবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ও সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক (১) বছরের জন্য সিলেট মহানগর শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রসমাজের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এই আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট মহানগরে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়। এদিকে কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আদর্শ বাস্তবায়ন ও ছাত্রসমাজের ন্যায্য দাবির পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে