পবিত্র শবে বরাত কবে পালিত হবে, সেই সিদ্ধান্ত আসছে সোমবার সন্ধ্যায়। শাবান মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করতে এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায়, মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভাটি হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানানো যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করতে বলা হয়েছে।
ইসলামি শরিয়ত অনুযায়ী, শাবান মাসের পনেরোতম রাতে শবে বরাত পালিত হয়, যা ১৪ শাবান দিবাগত রাত হিসেবে গণ্য। এই রাতকে মুসলমানরা বিশেষ মর্যাদার রাত হিসেবে ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করেন। শাবান মাস শেষ হওয়ার পরই শুরু হয় রমজান মাস, যা মুসলমানদের সিয়াম সাধনার সময়কাল।
চাঁদ দেখা সাপেক্ষে শবে বরাতের সম্ভাব্য তারিখও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার শাবান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং সে ক্ষেত্রে শবে বরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে মঙ্গলবার রজব মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সে ক্ষেত্রে শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।