আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী। গতকাল মঙ্গলবার বিকালে তিনি বালুয়াকান্দি ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন। ভোট কেন্দ্র পরিদর্শনকালে বালুয়াকান্দি ইউনিয়নের বিট অফিসার গজারিয়া থানার এসআই কামরুজ্জামান, এসআই ফরিদউদ্দিনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের গণ্যমানব্যক্তি বর্গ। পরিদর্শন কালেওসি হাসান আলী বলেন, বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলো ধারাবাহিক ভাবে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসমূহ পর্যবেক্ষণ করছি। পরিদর্শনের উদ্দেশ্য উল্লেখ করে তিনি জানান, সামনে নির্বাচন। যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়। একই সঙ্গে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এসব বিষয়ে কেন্দ্রভিত্তিক সব ধরনের ব্যবস্থা পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শন শেষে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা করেন, এসময় উপস্থিত ছিলেন, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন,গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইউসুফ ইকবাল খোকন, গজারিয়া যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া, বিএনপির নেতা শাহআলমসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।