‘নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে নাটক দেখা বন্ধ করেন’

এফএনএস বিনোদন : | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:৩০ পিএম : | আপডেট: ১৫ মার্চ, ২০২৫, ০৪:২০ পিএম
‘নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে নাটক দেখা বন্ধ করেন’

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। পবিত্র ওমরাহ পালন করতে পরিবার নিয়ে সৌদি আরবে গেছেন অভিনেতা। তা গত বুধবার সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। তবে অভিনেতার সেই পোস্টে রীতিমতো আসে নানান মন্তব্য। বিশেষ করে, নেটিজেনদের একাংশ অভিনেতাকে নাটক ছেড়ে দিতে বলেন। তার জবাবে গত বৃহস্পতিবার ফেসবুকে আলাদা একটি পোস্ট দেন নিলয় আলমগীর। সেখানে অভিনেতা লেখেন, ‘আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না।’ নিলয় লেখেন, ‘আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না।’ বর্তমান সময়ে ছোট পর্দায় নিলয় আলমগীরের প্রভাব বেশি। একটার পর একটা নাটক ভাইরাল, ট্রেন্ডিংয়েও থাকে। তার ক্যারিয়ারও অনেক দিনের। এখন নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন নিলয়। কাজের মাধ্যমে দর্শকদের মধ্যেও বেশ প্রশংসিত এই অভিনেতা। তবে নেটিজেনদের এমন প্রস্তাবে মুখ না খুলে পারলেন না নিলয়। তাই তো সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরালেন। ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিলয়। এরপরই টেলিভিশনের পর্দার নিয়মিত মুখ তিনি। পরবর্তী সময়ে মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নিলয় আলমগীর।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে