গাজীপুর-১ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মজিবুর রহমান ২৬ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
আজ বুধবার দুপুরে গাজীপুর -১ ধানের শীষের প্রার্থীর প্রধান কার্যালয় কালিয়াকৈরে আয়োজিত এক সাংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সাংবাদ সম্মেলনে মজিবুর রহমান বলেন, গাজীপুর-১ আসনের সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ ২৬ দফা কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই এই কর্মপরিকল্পনার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাও তার অঙ্গীকারের অংশ।
এ সময় তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।