সৈয়দপুরে বিনামুল্যে চক্ষু সেবা ক্যাম্প

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০২:৪৯ এএম
সৈয়দপুরে বিনামুল্যে চক্ষু সেবা ক্যাম্প

নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। ওই ক্যাম্পে চোখের ছানি অপারেশন এবং বিনামুল্যে চশমা বিতরণ করা হয়। 

২৫ নভেম্বর আয়োজিত ক্যাম্পে বিনামুল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেয়া হয়। চশমা উপযোগি রোগিদের দেয়া হয় চশমা। যে সকল রোগির চোখ অপারেশন প্রয়োজন এমন ৬০ জনকে চিহ্নিত করে শহরের বাইপাস মহাসড়কে অবস্থিত মরিয়ম চক্ষু হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের মধ্য থেকে ৫২ জনের চোখের ছানি অপারেশন করা হয়। তাদের প্রত্যেককে বিনামূল্যে দেয়া হয় চশমা।

 এতে অর্থ সহযোগিতা করে ডার্ক ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক নামে একটি সংস্থা। মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর এর আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল সেতুবন্ধন পাঠাগার।

এখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জুয়েল চৌধুরী। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে