বাংলাদেশ স্কাউটস শরণখোলা উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ বদিউজ্জামান বাদলের সঞ্চালনায়, অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আশরাফুল ইসলাম, রায়েন্দা রাজৈর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ উসমান গনি, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক, রায়েন্দা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জয়নুল আবেদিন, উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ সরওয়ার আলম, জেলা স্কাউটসের কাব লিডার মোঃ সোহরাব হোসেন, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক উপজেলা কাব লিডার কেএম বজলুর রহমান। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি সুদীপ্ত কুমার সিংহ স্কাউটস কার্যক্রম আরও গতিশীল করার জন্য সকলের প্রতি আহবান জানান।