বরিশালের ৩ টি আসনে ট্রাক প্রতীক পেলেন যারা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ১১:০৪ এএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ১১:০৪ এএম
বরিশালের ৩ টি আসনে ট্রাক প্রতীক পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে গণঅধিকার পরিষদ মনোনীত তিনজন প্রার্থীকে ‘ট্রাক’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে তিনজন প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আসন তিনটি হলো, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া), বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ)। বরিশালের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়েছেন। প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, ‎বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে গণঅধিকার পরিষদ উজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জিত কুমার বাড়ৈ। ‎বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসনে গণঅধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মো. ফারদিন ইয়ামিন এবং ‎বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সালাউদ্দিন মিয়া সানু। প্রতীক বরাদ্দের পর এক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য মো. ইলিয়াস মিয়া বলেন, গণঅধিকার পরিষদ একটি তারুণ্যনির্ভর রাজনৈতিক সংগঠন। ট্রাক প্রতীক সাধারণ মানুষের পরিশ্রম, সংগ্রাম ও এগিয়ে চলার প্রতীক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে আমরা কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবো। গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি মো. শামীম রেজা বলেন, ডাকসুর সাবেক ভিপি ও আমাদের দলের সভাপতি নুরুল হক নূরের আদর্শে অনুপ্রাণিত হয়ে বরিশালের তরুণ সমাজ গণঅধিকার পরিষদের পাশে দাঁড়িয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, বরিশালের যে তিনটি আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী দেওয়া হয়েছে, সেইসব আসনগুলোতে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়েছে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে আমাদের প্রার্থীরা সর্বদা প্রস্তুত রয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বরিশালের উল্লেখিত তিনটি আসনেই গণঅধিকার পরিষদের প্রার্থীরা বিজয়ী হবেন বলেও তিনি উল্লেখ করেন।