সেনবাগে নির্বাচনী প্রচারণা শুরু

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ১১:২৮ এএম
সেনবাগে  নির্বাচনী প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী, বিএনপি চেয়রপারসনের উপদেষ্টা সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক, সেনবাগে মোহাম্মদপুর ইউপি ভূঁইয়া দিঘী পীর আনিস মোহাম্মদ ভূঁইয়া সাহেবের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে ধানের শীষ মার্কার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।  বৃহস্পতিবার সকাল ৮টার সময় ভূঁইয়া সাহেবের মাজার প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাফর উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বিএনপি থেকে বহিস্কৃত কাজী মফিজুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনি দেখেনি বেগম খালেদা জিয়াকে কি ভাবে এক কাপড়ে তার গুলশানের বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি দেখেনি তার বাসার নেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনি দেখেনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ সামনে রেখে অজোরে চোখের পানি পেলেছে। তার হলে কি ভাবে আপনি বিএনপির বিরুদ্ধে অবস্থান নেন।  জয়নুল আবদিন ফারুক বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা বেগম খালেদা জিয়াকে দেখেছেন, তিনি একমাত্র মহিলা যার এক ইঞ্চি জায়গা বিদেশের মাটিতে নেই।  তিনি নেতাকমীদের উদ্দেশ্য করে বলেন, কাজী মফিজুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। যারা বিএনপি করে তারা কোন বহিস্কৃত নেতার পক্ষে থাকতে পারেনা। তাই তিনি বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলেন, কারো সঙ্গে কোন দুরব্যবহার তর্কে না জড়িয়ে গায়ে হাত বুলিয়ে বুঝিয়ে ধানের শীষের পক্ষে নিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, বিএনপি নেতা বাহার উল্লাহ বাহার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ইকরামুল হক সোহাগ, বিএনপি নেতা আহছান হাবিব ভূঁইয়া, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও সাবেক জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিন উল্লহ বিএসসি, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদপুর ইইপি মেম্বার সাহাব উদ্দিন কালা মেম্বার, যুবদল সভাপতি মহিন উদ্দিন মহিন, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন দুলাল, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম রুবেল, মির্জা রুবেল, স্বেচ্চাসেবকদল নেতা শহীদুল ইসলাম সহ ৯ টি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সম্পাদক গণ উপস্থিত ছিলেন।