বিনা দোষে কারাবন্দি থাকা তার পিতাকে মুক্ত করে জনগণের মাঝে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর মেয়ে ফারিয়া কিবরিয়া। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে প্রচার-প্রচারণার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার খানপুরা বাজারে গণসংযোগকালে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে এসব কথা বলেন তিনি। গণসংযোগকালে ফারিয়া কিবরিয়া বলেন, বিনা অপরাধে তার পিতাকে এক বছর দুই মাস দশ দিন ধরে কারাগারে রাখা হয়েছে। তিনি বলেন, আপনাদের একটি ভোটই পারে আমার পিতাকে কারাগার থেকে মুক্ত করে এনে জনগণের কাতারে ফিরিয়ে দিতে। তিনি আবেগঘন কণ্ঠে আরও বলেন, “আমি আমার স্বামীর সংসার রেখে আপনাদের মাঝে এসেছি। এটা শুধু একটি নির্বাচনের লড়াই নয়, এটা আমার পিতার ন্যায়বিচার ও মুক্তির লড়াই। তিনি বাবুগঞ্জ-মুলাদীর সার্বিক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, তার পিতা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মুক্ত হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কাজ করবেন। এজন্য তিনি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে পাশে থাকার জন্য ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানান। গণসংযোগ চলাকালে খানপুরা বাজারসহ আশপাশের এলাকায় জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে লাঙ্গল প্রতীকের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে।