চট্টগ্যামের এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধের সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ ও তৌহিদী জনতার। সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ থেকে নামাজ শেষে উপজেলা পরিষদের সামনে থেকে শতশত তৈহিদী জনতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধের করার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে প্রতিবাদ সভা করে। এ সময় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা ওলামা মাশায়েক সমিতির সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী,মাওলানা আবদুল ওয়াদুদ,মাওলারা ইয়াছিন মিয়াজী,মাকসুদুর রহমান ও আবদুল ওহাব প্রমুখ।