দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এখন বিচারের পালা

এফএনএস (সুজানগর, পাবনা) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৫:৫৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এখন বিচারের পালা

পাবনা-২আসনে মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শিল্পপতি আব্দুল হালিম সাজ্জাদ বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ১৭বছর গণতন্ত্রকে গলাটিপে হত্যা এবং জনগণের ভোটাধিকারকে হরণ করে স্বৈরাশাসনের মাধমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। গত জুলাই-আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ অন্দোলনের মাধ্যমে দেশ সেই স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় দেশ সত্যকারের স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে এখন স্বৈরাচারের বিচারের পালা। আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালবাসা নিয়ে সরকার গঠন করতে পারলে আওয়ামী দুঃশাসনের জবাব দেওয়ার পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনাসহ স্বৈরাচারের দোসরদের বিচার করা হবে। গত শনিবার বিকালে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আরশেদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শরীফুল ইসলাম শাওন, সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা। এতে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মজিবর রহমান খান, আব্দুল বাতেন, পান্না চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, জেলা ছাত্রদল নেতা আলম মন্ডল ও সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক আহবায়ক সিদ্দিক বিশ্বাস।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে