শেরপুরে চারদিনব্যাপী বইমেলা শুরু

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:২৮ পিএম | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:২৮ পিএম
শেরপুরে চারদিনব্যাপী বইমেলা শুরু

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শুক্রবার(২৩ (জানুয়ারি) দুপুরে শেরপুর ডিসি উদ্যানে  এই ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্তৃক আয়োজিত দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে শেরপুর ডিসি উদ্যানে ৪ দিনব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ,বিশ্বসাহিত্য কেন্দ্রর যুগ্ম পরিচালক ও ভ্রাম্যমাণ বইমেলার প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল হোসেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম  প্রমুখ উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে । স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে শেরপুর জেলা প্রশাসন। মেলার তৃতীয় দিন ২৫ জানুয়ারি রোববার আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা কার্যক্রমের ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম জানান, বইমেলায় প্রতিটি বইয়ে ২৫% থেকে ৩৫% পর্যন্ত মূল্যছাড় রয়েছে। তিনি আলোকিত মানুষ হবার জন্য বই কেনার ও পড়ার আহ্বান জানিয়ে বইমেলায় সবার বন্ধু-বান্ধব, পরিবার, আত্মীয়স্বজনসহ সবাইকে আমন্ত্রন জানিয়েছেন।