কালীগঞ্জে সুগারমিলে চাকুরিতে যোগদানের দাবিতে বিক্ষোভ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:০৫ পিএম
কালীগঞ্জে সুগারমিলে চাকুরিতে যোগদানের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহের একমাত্র রাষ্ট্রীয় ভারি শিল্প প্রতিষ্ঠান কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগারমিলে ১২০ জন চাকুরিচ্যুত শ্রমিক কর্মচারি চাকুরিতে পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ করেছে। আজ (সোমবার) চাকুরিচ্যুত শ্রমিক কর্মচারিরা মিলটির ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাত না পেয়ে সুগার মিল এলাকাতেই বিক্ষোভ করেন।  জানাগেছে , ২০২৩-২৪ মৌসুমে সুগারমিলটির বিভিন্ন পদের জন্য ১২০ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগে অস্বচ্ছার অভিযোগে ২০২৪ সালের শেষ দিকে আদালতে মামলা হয় । মামলা নিষ্পত্তি না হওয়ায় মিলটির ১২০ জন শ্রমিক ও কর্মচারিকে চাকুরিতে যোগদান করতে দেয়নি মিল কর্তৃপক্ষ।  এ ব্যাপারে মোবারকগঞ্জ সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম জুবায়ের এর ব্যবহারিত ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।