১৭ মাস এদেশে একটি দল চাঁদাবাজি করেছে: আসিফ মাহমুদ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৫ পিএম
১৭ মাস এদেশে একটি দল চাঁদাবাজি করেছে: আসিফ মাহমুদ

 জাতীয় নাগরিক পার্টি ( এনসিপির)  মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা গত ১৭ বছর শেখ হাসিনার ফ্যাসবাদকে দেখেছি, কিন্ত ক্ষমতায় না আসতেই আমরা গত ১৭ মাস আরেকটি দলকে শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি।  আমরা দেখেছি তারা কি ভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাস্ট্রের সর্বউচ্চ পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে কি ভাবে চাঁদাবাজী করেছে।আমরা দেখেছি তারা কি ভাবে মানুষের হক মেরে খেয়েছে। তারা কি ভাবে বাংলাদেশের মেহনতি মানুষের অত্যাচার অনাচারের মধ্যদিয়ে নিয়ে গিয়েছে।  তারা যদি ক্ষমতা পায় তা হলে তারা কি কি করতে পারে তা তারা ১৭ মাসে দেখিয়ে দিয়েছে।  

তার পরেও আমরা যদি সেটি  দেখতে না চাই তা হলে পরিবর্তনের লক্ষে শাপলা কলী মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন,জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশী নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। আমরা দেখেছি তারা বিভিন্ন -’ানে দুর্নীতির কথা বলে। তারা জাতীয়তাবাদের রাজনীতি করে। কিন‘ একটা জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশী নাগরিক। তারা বাংলাদেশের নাগরিকই না। যাদের প্রার্থীরা একক ভাবে এ দেশের নাগরিক না। তাদের মুখে জাতীয়রতাবাদের কথা অত্যন্ত হাস্যকর শুনায়।

 মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় আসিফ মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল, দলের ইতিহাস, বাংলাদেশের ইতিহাসই রয়ে গেছে। বা-্তবে আর তার কোন চিহৃই নেই। আমরা দেখেছি তারা কিভাবে আপনার আমার জনগণের টাকা লুট করা, ব্যাংক খেলাপিদের, ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিরা আবারও বাংলাদেশের ক্ষমতায় এসে আবারও আপনার-আমার টাকা, জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে। আমরা তাদেরকে কি সেই সুযোগ দিবো? আমরা কি ঋণ খেলাপি বিদেশী নাগরিকদের ভোট দিয়ে আমাদের ওপর রাজত্ব করার সুযোগ দিবো?

আসিফ মাহমুদ বিএনপিকে ইঙ্গিত করে বলেন,তারা কৃষক এবং শ্রমিকদের পেনশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা পাঁচ বছর ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বা-্তবায়ন করে নাই। সুতারাং এখন যতই কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড, যত কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষ জানে, মানুষের অভিজ্ঞতা আছে। আপনারা কোন কথাই রাখবেন না।  

তিনি আরও বলেন, আমরা একটি দলকে বার বার বলতে শুনি সং-্কারের কথা। তারাই নাকি প্রথম সং-্কারের কথা বলেছিল। কিন‘ তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কিন‘ একটা বারেও তাদের দলীয় প্রধানকে সং-্কারের কিংবা গণভোটের কথা মুখেও আনতে দেখি নাই। তারা অনান্য দলকে বলে মুখে এক, মনে আরেক। অথচ তাদেরকেও আমরা দেখতেছি তারা মুখে এক, মনে আরেক। একদিকে তাদের কেউ কেউ সং-্কারের কথা বলে, আবার মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেন করে। তাদের মুনাফিকি ইতিমধ্যে বাংলাদেশের মানুষজন চিহিৃত করে ফেলেছে।  

নির্বাচনের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, সেনবাগেও তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে। বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমরা ঐক্যমত্য বাংলাদেশের পক্ষ থেকে তাদের হুশিয়ারি করে দিতে চাই। যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও তার ভোটধিকার প্রয়োগে কোন ধরনের বাধা দেওয়া হয়। তাহলে কিন‘ আমরা তা বসে-বসে দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখবনা। যেখানেই কাউকে ভোট দিতে বাধার সৃষ্টি করা হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশের কোন নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না।

সেনবাগ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াছিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়া, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর ও সেনবাগ আসনে জামায়াতে সাবেক প্রার্থী মাওলানা সাইয়েদ আহমেদ, সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল, এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহবায়ক এ্যাডভোকেট তরিকুল ইসলাম,  উপজেলা জামায়াতের  সেক্রেটারী মাওলানা নুরুল আফসার, যুব শক্তি সেনবাগ উপজেল্মা আহবায়ক মামুন।

আপনার জেলার সংবাদ পড়তে