বাগমারায় প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৫:১৮ পিএম
বাগমারায় প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে  কাজ করছে প্রশাসন
রাজশাহীর বাগমারা উপজেলায় জনপ্রতিনিধিশূন্য পরিস্থিতিতেও সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। বিভিন্ন দপ্তরের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুল ইসলাম জানান, জনপ্রতিনিধি না থাকলেও সরকার প্রদত্ত বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোথাও অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খাদ্য শস্য ক্রয় সংক্রান্ত বিষয়ে ইউএনও বলেন, খাদ্য গুদামের অনিয়মের ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত একজন উপ-পরিদর্শক শাস্তি পেয়েছেন। এটি প্রমাণ করে প্রশাসন কোনো অনিয়ম প্রশ্রয় দেয় না। এঘটনায় দায়ী আরও কয়েকজনকে বিভাগীয় শাস্তি স্বরূপ বিভিন্ন জায়গায় বদলী করা হয়েছে। উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, সরকারি পুকুর পরিষ্কারসহ বিভিন্ন ছোট-বড় উন্নয়ন কাজ স্থানীয় চাহিদা ও প্রকল্প ব্যয়ের হিসাব অনুযায়ী বাস্তবায়ন করা হয়। বরাদ্দের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হয় এবং সব বিল ভাউচার অডিটযোগ্য। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন প্রসঙ্গে প্রশাসনের কর্মকর্তারা জানান, দিবসটির মর্যাদা রক্ষায় নির্ধারিত ড্রেস কোড অনুযায়ী পোশাক পরিধান করা হয়েছে। তবে দিবসটিকে আরও সুন্দর ও আনন্দমুখর করতে কিছু সময়ের জন্য অফিসার্স ক্লাবের সৌজন্যে একই ড্রেস পরিধান করা হয়। এতে আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। গ্রাম পুলিশ নিয়োগ প্রসঙ্গে উপজেলা প্রশাসনের বক্তব্য, নিয়োগ বোর্ড আইন অনুযায়ী গঠিত হয়েছে এবং মৌখিক পরীক্ষাসহ সব প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়। তারপরও অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগটি বাতিল করেছে। প্রকৃতপক্ষে, কোনো স্বার্থান্বেষী মহলের হীন উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তাহেরপুর পৌরসভায় খাস জমি সংক্রান্ত বিষয়ে ইউএনও জানান, সরকারি জমি ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বরদাস্ত করা হয় না। বিধি বহির্ভূত লিজ থাকলে তা বাতিল করা প্রশাসনের দায়িত্ব। এ বিষয়ে কারো আপত্তি থাকলে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তির সুযোগ রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে দলীয় বিবেচনার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, “যে কোনো অভিযোগের বিষয়ে আমার দপ্তরের দরজা খোলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সরাসরি এসে কথা বললে সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে।” উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি, ২০২৬ শুক্রবার "দৈনিক আমাদের রাজশাহী" সহ আরও কয়েকটি পত্রিকায় “বাগমারায় চলছে অভিভাবকহীন রাজত্ব” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রেক্ষিতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাগমারায় চলমান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে নিজেদের অবস্থান ও ব্যাখ্যা তুলে ধরে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, গুজব ও অপপ্রচার উপেক্ষা করে বাগমারার সাধারণ মানুষ উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন।