বিএনপির সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:১৪ পিএম
বিএনপির সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার দল থেকে পদত্যাগ করেছেন।  এরমধ্য দিয়ে জননন্দিত এ নেতা তার দীর্ঘ ৪০ বছরের বিএনপির রাজনীতির ইতি টানলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে পদত্যাগপত্রের আবেদনের কপি পোষ্ট করার পর বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরে। খোঁজ নিয়ে জানা গেছে, ওইদিন সকালে তিনি বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জেলা বিএনপির সদস্য ও উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে লিখিত অব্যাহতি পত্র জমা দিয়েছেন। পদত্যাগের কারন হিসেবে তিনি  অব্যাহতি পত্রে উল্লেখ করেছেন, দীর্ঘ চার দশক ধরে তিনি সুনাম ও নিষ্ঠার সাথে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে রাজনীতি করেছেন।  এ দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি মামলা-হামলা, জেল, জুলুম, নীপিড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্চিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই দল থেকে পদত্যাগ করেছেন।  এ ব্যাপারে গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের ঘনিষ্ঠ একাধিক সূত্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির দায়িত্বশীল কোন নেতৃবৃন্দরা বক্তব্য দিতে রাজি হননি। উল্লেখ, গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার এর আগে বানারীপাড়া পৌর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বছর জুলাইতে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন। সেই কাউন্সিলে তাকে ২ নম্বর সহ-সভাপতি পদ দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে