আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৮ যশোর-৪ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা মতিয়ার রহমান ফারাজীকে বিজয়ী করার লক্ষ্যে অভয়নগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯জানুয়ারি) সকাল ১১টায় নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান (হাবিব)। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ইমামুল ইসলাম ইমাম, কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান লাল্টুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলি হায়দার রানা, শামিম আক্তার, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা, থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস, মাহাবুব হোসেন, গাজী ইউসুফ আকাশ, আক্তার হোসেন, তরফদার মঈন উদ্দিন, ইমরুল কায়েস, সাইফুল ইসলাম অনিক, ফারুক বাঘা, ইমদাদুল হক, বিল্লাল হোসেন, রাজু আহমেদ, সুমন মোল্লা, এসএম ডি অপু, সুজান ফারাজী, শহীদ আহমেদ মনি, সোহাগ হোসেন, রেজওয়ান মীর, সাগর শেখ, একরামুল ইসলাম, শাহাবুদ্দিন হাওলাদার, শরিফুল ইসলাম, ইজাহার মাহমুদ সাগর প্রমুখ।