চট্টগ্রামের হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে একটি পরিবার ও এলাকার সমাজ নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের রোজ তালুকদারের বাড়িতে এই সংসদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রুজি আকতার, মোঃ কামরুল হাসান। বক্তব্য রাখেন যথাক্রমে স্থানীয় ইউপি সদস্য মনসুর মেম্বার,ফিরোজ মেম্বার শফিক আহমদ ভুট্টুো,আলমগীর সওদাগর, নুরুল ইসলাম মেম্বার, মো:রাশেদ ও সমিউ উদ্দিন প্রমূখ। লিখিত বক্তব্যে, বক্তারা বলেন বাড়ির দুই পরিবারের মধ্যে একটি অপ্রত্যশিত ও অনাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে এলাকাবাসী ও স্থানীয়রা দুই পরিবারের মধ্যে বড় ধরনের সহিংসতার মাধ্যমে যাতে সমাজে ও এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য লোকজন এগিয়ে এসে সমঝোতা করতে যায়। সমঝোতা করতে যারা এগিয়ে আসে তাদের নামে সমাজিক যোগাযোগ মাধ্যমে পেইক আই ডি খুলে নানা ভাবে হুমকি ধমকি ও মিথ্যা অপপ্রচার, এমন কি জীবন নাশের হুমকি প্রদর্শন করা হয়েছে বলে সংবাদ সম্মেলন আয়োজনকারী পরিবারের প্রতিপক্ষ। এতে এই পরিবার ও সমাজ নেতৃবৃন্দের সমাজে মর্যাদা ক্ষুন্ন হয়। তাছাড়া এই প্রচারনকে উদ্বেগ ও দুঃখ জনক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এই ধরনের মিথ্যা, কুৎসিত প্রচারনার কারনে সমাজে কেউ কারো আপদ বিপদে ন্যায়ের পক্ষে কথা বলার সাহস পাবে না। এতে সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। একে অপরের মধ্যে সন্মানবোধ থাকবে না বলে ও জানানো হয়। সমাজে পরস্পারিক শ্রদ্ধবোধ অক্ষুণ্ণ রাখতে এই ধরনের মিথ্যা ও সমাজ নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানী কর বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।